বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল অধিদপ্তর, পদ সংখ্যা 148 টি
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সঅধিদপ্তরে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত পদে সরাসরি নিয়োগের নিমিত্ত পদের বিপরীতে উল্লেখিত যোগ্যতাসম্পন্ন প্রকৃত 5 নং কলামে বর্ণিত জেলাসমূহ ব্যতীত নাগরিকদের নিকট হতে দরখাস্তআহ্বান করা হয়েছে
১। ড্রাইভার ১২১ জন, শিক্ষাগত
যোগ্যতা কমপক্ষে ৮ম শ্রেণি পাস।
২। ড্রাইভার (শুধুমাত্র মুক্তিযোদ্ধা
কোটায়), ২৫ জন, শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ৮ম শ্রেণি পাস।
৩। স্পীডবোট ড্রাইভার, ২ জন, শিক্ষাগত
যোগ্যতা কোন
শর্তাবলি
১।
নির্ধারিত পূরণকৃত
ফর্মের সাথে ১০০ টাকার ট্রেজারি চালান বিজ্ঞপ্তিতে উল্লেখিত এর অনুকূলে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা
করে ট্রেজারী চালানের মূল কপি এক্ষেত্রে পোস্টাল অর্ডার নৃসত কগন বা পে-অর্ডার গ্রহণযোগ্য
হবে না।
২।
সম্প্রতি তোলা ৫ *৫সাইজের ৪ কপি রঙিন ছবি পূরণকৃত ফরম এর সাথে সংযুক্ত করে
জাতীয় পরিচয় পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ঢাকা-সিলেট-চট্টগ্রামে ময়মনসিংহ বিভাগের
প্রার্থীদের ২১ শে মার্চ ২০১৮ তারিখ সকাল ৮ ঘটিকায় শারীরিক যোগ্যতা, ড্রাইভিং টেস্ট, ব্যবহারিক
লিখিত পরীক্ষার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স মিরপুর উপস্থিত
হতে হবে।
৩। আবেদনকারীর বয়স ০১/০৩/২০১৮ খ্রিষ্টাব্দে তারিখে
১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা কোটায় বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে
এবং এটির ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৩।
আবেদন পত্রের ফরম বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া
যাবে
৪।
১ নং শর্তে বণিত কাগজপত্র ব্যতিরিকে আবেদনপত্রের সাথে অন্য কোনো কাগজপত্র সংযুক্ত করার
প্রয়োজন নেই । তবে শিক্ষাগতযোগ্যতার সনদ (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক), নাগরিকত্ব ও অবিবাহিত সনদ (পৌরমেয়র কমিশনার ইউপি চেয়ারম্যান কর্তৃক) মুক্তিযোদ্ধার
সনদ পর্যন্ত ক্ষেত্রে এবং বিশেষ কোটার প্রার্থীদের ক্ষেত্রেপ্রদত্ত সনদপত্রের মূলকপি
সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয় পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ সকল
সনদের সত্যায়িত (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক) ফটোকপি একসেট জমা দিতে হবে
এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।
৫।
ওয়েবসাইট হতে ডাউনলোডকৃত আবেদনটি আবেদনকারী কর্তৃক নিজ হাতে কলম দিয়ে পূরণ করতে হবে।
ঘষামাজা কাটাকাটি বা অস্পষ্ট আবেদন বাতিল বলে গণ্য হবে।
৬।
চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তবে তাদের জন্য বয়ঃসীমা
শিথিলযোগ্য নয়।
বিস্তারিত সার্কুলারে প্রদত্ত দেওয়া আছে......
Comments
Post a Comment