Skip to main content

Ads

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিলের নিয়ম


ভর্তি বাতিল বিজ্ঞপ্তিঃ

বিঃদ্রঃ ওয়েব সাইটে নোটিশ দেয়নি তবে ১৬ ১৭ সেশন খুলে দিয়েছে।অতএব এই ব্যাপারে কমেন্টের আগে নিজের আইডিতে চেক করে কমেন্ট করবেন।
যাদের কলেজ কোনো হেল্প করছে না ভর্তি বাতিল জন্য এবং সকল কাজ নিজথেকে করতে বলছে তারা নিম্নের নিয়মাবলি অনুসরন করবেন।আর যাদের কলেজ সব করে দিছে তাদেরকে কিছু করা লাগবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইনে
ভর্তি বাতিলের নিয়ম A - Z প্রশ্ন এবাং
উত্তরঃ
প্রশ্নঃ ভর্তি ১৬ ১৭ ভর্তি বাতিল
কিভাবে করবো ?
উত্তরঃ অনলাইনে ।
প্রশ্নঃ অনলাইনে প্রথমে কি করতে
হবে ?
উত্তরঃ জাবি এর ওয়েব সাইটে গিয়ে ১ম
এ ১টি Student Account খুলতে হবে।
প্রশ্নঃ কিভাবে খুলবো আর কি কি
লাগবে ?
উঃ আপনি স্মার্টফোন দিয়ে নিজেও
খুলতে পারেন অথবা অনলাইনের
দোকানে গিয়ে বল্লেই খুলে দিবে।নিজে
ওস্তাদি না করটাই শ্রেয়।কারন এগুলা
আপনার আগে কখনো আপনারা করেন নি।
যা যা করতে হবে বা লাগবেঃ
এর
->services
মেনুতে গিয়ে
->student login এ গিয়ে
রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিঃ এর পদ্ধতি:
নতুন user এর ক্ষেত্রে
->registration
বাটনেclickকরতে হবে।
->Registration
বাটনেclickকরলে
->student registration
screen
চলে আসবে।তার পর
->Course & Session
selectকরে
->registration number entry
দিয়ে
->registrationবাটনে clickকরলে
->student details information
দেখাবে।তারপর
ProceedবাটনেClickকরার পর
->Auto Student Id Generate
হবে এবং
Passwor
mobileNunber
E-mail Id &
প্রদর্শিত
Captchaদেখে
Tex Boxএ Entryদিতে হবে।
(Student Id&passworযত্ন
করে সংগ্রহ রাখতে হবে)।
তারপর
->Save Button Click
করতে হবে।
->save ButtonএClickকরার পর
Save
Successefully হবে।
---------------------------পথের
প্রশ্নঃএখানে কোন রেজিঃ নাম্বার
দিবো ?
উঃ বর্তমান অধ্যায়নরত অর্নাসের
রেজিঃ কার্ডে যে রেজিঃ নাম্বারটি
আছে ওটা দিবেন।
প্রশ্নঃলগ ইন এর পর কি করতে হবে ?
উঃ লগইন এরপর আপনি স্ক্রিনে বাম
দিকে
-> Student Dashboard
লেখা দেখতে পারবেন ওটাই ক্লিক
করবেন
সেখান থেকে
->Academib Service
এ ক্লিক করলে যে সকল সার্ভিস পাওয়া
যাবে তা প্রদর্শিত হবে।আপনি ভর্তি
বাতিল করবেন তাই আপনি
->Admission Cancel
এ ক্লিক করবেন ।
Admission Cancel এ পাশে একটি
->File Attach
অপশন প্রদর্শিত হপে।
এখানে আপনার
*কলেজ ফরওয়ার্ডিং
*রেজিঃকার্ড
*কলেজ এডমিশন কপি
এই ৩টি আপলোড করবেন।
এগুলো Pdf বা Png তে কনর্ভাট করে
আপলোড করতে হবে।আপনি শুধু এগুলো
দোকানদার কে দেবেন এবং ১বার বলে
দিবেন।বাকি দ্বায়িত্ব তাদের।
তারপর নিচে ১টি
->Reason
বক্স দেখা যাবে। ওখান থেকে ১টি
Reson পছন্দ করে ।
->Submit
করে দিবেন।
এরপর ১টি
->Pay Slip জেনারেট হবে।
ঐটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে
সোনালি ব্যাংকে টাকা জমাদিতে
হবে।এবং ব্যাংকের সীল ও স্বাক্ষর সহ
পে স্লিপটা যত্ন সহকারে রাখতে হবে।
এরপর জাবি আপনার আবেদন যাচাই করে
তা মঞ্জুর করবে।
---------------------------অংক
প্রশ্নঃ কিভাবে বুঝবো যে মঞ্জুর
করেছে ?
উঃ আপনার প্রদান কৃত নাম্বার মেসেজ
আসবে এবং আপনাকে লগইন করে নজর
রাখতে হপে কোনো চিঠি আসছে কি না।
আবেদন গ্রহন হলে ১টি ফর্ম পাবেন।ওটা
প্রিন্ট আউট করে কলেজে জমা দিবেন।
আপনার ভর্তি অনলাইনের মাধ্যমে
বাতিল হেয়ে গেলো।এখন আপনি আপনার
কলেজ থেকে আপনার কগজ পত্র নিতে
পারেন।কলেজের টাকা পরিশোধ করে।
প্রশ্নঃকতটাকা লাগবে ?
উঃ গ্রুপে বলতে বলতে আমরা হাফসে
গেছি যে,সরকারি হলে 1500 থেকে 2500
বেসরকারি হলে আপনার কলেজেই ভাল
যানে আমি কইলে বিশ্বাস করবেন না।
প্রশ্নঃ আচ্ছা অংক কলেজ ফরওয়াডিংটা
কি? খায় নাকি মাথায় দেয় ? কোন
বাজারে গেলে পাওয়া যাপে ?
উঃ আপনি ভর্তি বাতিল করতে চাইলে
আপনার অধ্যক্ষর নিকটা ১টি দরখাস্ত
লিখবেন।অধ্যক্ষ ঐটাতে স্বাক্ষর করিবেন
এবং ঐটাতে সীল লাগিয়ে দিবেন।আর
ওটাই হবে কলেজ ফরওয়ার্ডিং।
প্রশ্নঃ অংক ফর্মফিলাপতো
করিনি,রিজিঃ কোথায়া পাবো ?
উঃরেজিঃ কার্ড আপনার কলেজে এসে
বসে আছে।আপনি ফরওয়ার্ডিংটা
দেখিয়ে রেজিঃ কার্ড তুলে নিবেন। আর
এডমিশন ফর্মটাও অফিসথেকে চেয়ে
নিবেন।যদি আপনার কাছে না থাকে।
এগুলোকে Pdf এ কর্নভাট করবেন।ওহ
কনর্ভাট দোকানদারি করে দিবে।
প্রশ্নঃ আমিতো ভর্তি বাতিল করছি
কিন্তু এসব কিছু করিনি শুধু কলেজে
টাকা
দিছি।এখন কি হপ্পে ?
উঃউপরোক্ত কাজ গুলো কলেজ নিজ
দ্বায়িত্বে করে দিছে।
প্রশ্নঃকলেজ থেকে ভর্তি বাতিল
করেছি কিন্তু লগইন করলে তো দেখাচ্ছে
ভর্তি আছে।কি হপে এখুন ?
উঃ আপনার রিজিঃ হয়ে গেছে তাই
ম্যানুয়াল ভাবে কলেজ থেকে ভর্তি
বাতিল করেনি ।১৬-১৭ ভর্তি বাতিলে
নোটিশ দিলে করে দিবে।আর পারলে
১বার কলেজেও বলেদিয়েন।দেখা যাপে
কলেজের মনে নাই ভর্তি আপনার বাতিল
করার কথা।
প্রশ্নঃভর্তি বাতিল করতে কত দিন
লাগবে ?
উঃ ১ থেকে ৩ দিন।
প্রশ্নঃ কলেজে ভর্তি বাতিল করতে
গেছি ওরা বলে গাজীপুর যেতে।আপনি
কি এসব আজাইরা বাজাইরা কইতাছেন।
উঃভালোবাসা ।আপনার সাথে কলেজের
ভালোবাস বেশি আপনাকে উনারা
ছাড়তে চাইছে না।তাই আপনাকে লম্বা
রাস্তা দেখাচ্ছে যাতে আপনি চলতে ভয়
পান।কারন ভর্তি বাতিল করতে গাজীপুর
যেতে হয়না।
প্রশ্নঃগাজীপুর যেতে হবে না এটা
আপনি জোড় দিয়ে বলছেন কেন ?আপনি
স্যারদের উর্দ্ধে !
উঃ আরে আসতে বলেন ভয় পাইতো !
আমার কাছে এর আগের বছরের নোটিশটা
আছে আরে সেখানে স্পষ্ট উল্লেখ
আছে,যে গাজীপুরে কাউকে আসতে হপে
না।
প্রশ্নঃ ভর্তি বাতিল করতে অনেক টাকা
চায় কলেজ।কি করবো ?
উঃ আপনার আর কলেজের ব্যাপার
আমাদের করার কিছু নেই।
প্রশ্নঃ যদি ভর্তি বাতিল না করে আবার
ভর্তি হৈ ?
উঃ আপনার দুটা ভর্তি বাতিল হয়ে
যাপে।সামলান ঠ্যালা।
এই ছিল আপনাদের করার মত প্রশ্ন আর
অংকের ভাষায় দেয়া উত্তর।
ভাল্লাগলে কপি/শেয়ার করে
টাইমলাইনে রাখেন।
এডমিন ব্যাতিত এই পোস্ট কেউ কপি করে
'কপি' ট্যাগ ছাড়া গ্রুপে দিলে
বুঝতেছেনতো কি হতে পারে।
কারন এটা আমার লেখা তাই এটার
কোনো পয়েন্ট যদি আপনার কাছে ক্রুটি
পূর্ণ মনে হয় তবে তার জবাব আমিই দিতে
পারবো আপনি না।

Comments

  1. 2019-20 শিক্ষাবর্ষে ডিগ্রী প্রথম বর্ষের ভর্তি বাতিলের কার্যক্রম করতে পারছিনা। 2020 -21 শিক্ষাবর্ষে আমার অনার্সে চান্স হয়েছে। তাই পূর্বের ভর্তি বাতিল করতে চাই একটু পরামর্শ চাচ্ছি

    ReplyDelete

Post a Comment

Ads

Popular posts from this blog

Degree 3rd/Final Year Routine ডিগ্রি ৩য় বর্ষ/শেষ বর্ষ পরীক্ষার রুটিন-2018

 2017 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়। 2017 সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা আগামী 28 শে নভেম্বর 2018 তারিখ হতে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। Degree 3rd/Final Year Routine ডিগ্রি ৩য় বর্ষ/শেষ বর্ষ পরীক্ষার রুটিন-2018 Degree 3rd Year Exam Routine 2018 Degree 3rd Year Exam Routine 2018   2017 সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা আগামী 28 শে নভেম্বর 2018 থেকে শুরু হয়ে 31 জানুয়ারি 2019 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। 1. পরীক্ষার্থীদের প্রবেশপত্র কলেজের অধ্যক্ষ কোন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ডিগ্রী কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করে প্রিন্ট করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরন করবেন।  2. পরীক্ষার্থীরা প্রবেশপত্র লিখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে। 3. ব্যবহারিক পরীক্ষার স্থান তারিখ ও সময় পরে জানানো হবে। ব্যবহারিক পরীক্ষার স্থান তারিখ ও সময় জেনে নেয়ার দায়িত্ব সম্পূর্ণ ভাবে পরীক্ষার্থীদের। ব্য...

অনার্স চতুর্থ বর্ষের রুটিন প্রকাশিত-২০১৯

 জাতীয় বিশ্ববিদ্যালয় অর্ধীন অনার্স চতুর্থ বর্ষের রুনিট-২০১৯ প্রকাশিত হয়েছে।  জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা করোনা এর কারণে স্থগিত হওয়ায় অবশিষ্ট পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচী প্রকাশ করা হয়েছে।  অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিন ডাউনলো করতে ক্লিক করুন অথবা নিচে দেখুন

কাস্টম হাউস, চট্টগ্রাম, পদ সংখ্যা ১৯৫টি।

কাস্টম  হাউস এ চাকরীর বিজ্ঞপ্তি প্রকাশ পদ সংখ্যা ১৯৫ টি Source: Bangladesh Pratidin Date of the Circular: 23/12/2017 Last Date of Application: 21/01/2018 Company Name : Custom House, Chittagong Website : http://www.customshouse.chittagongdiv.gov.bd/ কাস্টম হাউজ নিয়োগ, চট্ট্রগ্রাম কাস্টাম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি, Custom  House job circular, custom house circular pdf