বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এর অধীনে মোট 84 টি পদেনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এর সদর দপ্তরসহ মাঠ পর্যায়ে বিভিন্ন জন দপ্তর শিল্প ইউনিটও রাবার বাগান সমুহে নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশেরপ্রকৃতি ও নাগরিকদের নিকট হইতে নিম্নবর্ণিত বিবরণে ও শর্তে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হয়েছে।
১। সহকারি মাঠ তত্ত্বাবধায়ক পদের সংখ্যা ৩৭ শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে bsc বা বিএজি ডিগ্রি২। নিম্ন বিভাগীয় সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা ৩৮ টি, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে সর্বনিম্ন ৩০ ও ২০শ ব্দের গতি সম্পন্ন হইতে হইবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
৩। নিম্ন বিভাগীয় (হিসাব) সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা ০৯ টি, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে সর্বনিম্ন ৩০ ও ২০শ ব্দের গতি সম্পন্ন হইতে হইবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
Comments
Post a Comment