মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ। মোট পদ সংখ্যা ২৪২ জন
স্বরাষ্ট্র মন্ত্রানালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন পত্র আহ্বান করা হয়েছে।
০১। হিসাব রক্ষক- ১২ জন।
০২। সহকারী প্রসিকিউটর- ০২ জন।
০৩। উপ-পরিদর্শক- ০৯ জন।
০৪। গবেষণা তথ্য সংগ্রহকারী-
০১ জন।
০৫। সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর-
০৪ জন।
০৬।
গাড়ীচালক-৪৬ জন।
০৭।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক- ২৮ জন।
০৮।
টেলিফোন অপারেটর-০৩ জন।
০৯।
সিপাই- ১০১ জন।
১০।
ওয়ারলেস অপারেটর- ৩০ জন।
১১।
নিরাপত্তা প্রহরী- ০৪ জন।
১২।
পরিচ্ছন্নতা কর্মী- ০২ জন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
দেয়া নিয়োগ বিজ্ঞপ্তি বলা হয়েছে-
ü পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ HTTP://DNC.TELETALK.COM.BD এই ওয়েবসাইটে আবেদন
পত্র পূরণ করবেন।
ü অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার
ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১-০১-২০১৮ তারিখ সকার ১০:০০ ঘটিকা।
ü অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার
ফি জমাদান শেষ তারিখ ও সময়: ৩১-০১-২০১৮ তারিখ সকার ০৫:০০ ঘটিকা।
বিস্তারিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেয়া নিয়োগ বিজ্ঞপ্তি
http://www.dnc.gov.bd
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর http://www.dnc.gov.bd
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ
পাচাররোধে এনফোর্সমেন্ট ও আইনী কার্যক্রম জোরদার, মাদকবিরোধী গণসচেতনতা
সৃষ্টি এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরণের মাধ্যমে
পর্যায়ক্রমে দেশে মাদকের অপব্যবহার কমিয়ে আনা জন্য কাজ করে যাচ্ছে।
মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ
মহাপরিচালক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ফোন: ০২-৮৮৭০০১১ (অফিস)
Comments
Post a Comment