শক্তি ফাউন্ডেশনে বিশাল নিয়োগ। মোট পদ সংখ্যাঃ ৮৭৮ জন
শক্তি ফাউন্ডেশন ফর ডিসএডভান্টেজড উইমেন একটি ক্ষুদ্র ঋণদানকারী প্রতিতাষ্ঠান যা ১৯৯২ সাল থেকে সুবিধা বঞ্চিত মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে। এ সংস্থার কর্মসূচি বাস্তবায়ন এবং সম্প্রসারণের জন্য সমগ্র দেশের শহর ও প্রত্যন্ত অঞ্চলে কাজ করার নিমিত্তে শর্তসাপেক্ষে শক্তি ফাউন্ডেশন মোট ৮৭৮ জন কর্মী নিয়োগ করবে।
- রিজিওনাল হেড পদে ৭ জন
- জুনিয়র এক্সিকিউটভ ( এগ্রো প্রোগ্রাম ট্রেইনার) পদে ১ জন।
- এরিয়া সুপারভাইজার (মাইক্রো ক্রেডিট/এগ্রো প্রোগ্রাম) পদে ৩০ জন।
- শাখা ব্যবস্থাপক (মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম) পদে ১০০ জন।
- শাখা ব্যবস্থাপক (এগ্রো প্রোগ্রাম) পদে ৫০ জন।
- এগ্রো ডেভেলপমেন্ট অফিসার (মাঠ কর্মী) পদে ১৫০ জন।
- ক্রেডিট অফিসার (মাঠ কর্মী) পদে ৪০০ জন।
- ক্রেডিড অফিসার গ্রেড-২ (মাঠ কর্মী) পদে ১০০ জন।
- হেলথ সার্ভিস অফিসার -চুক্কতি ভিত্তিক (মহিলা) পদে ১০০ জন।
- প্যারামেডিক-মহিলা চুক্তি ভিত্তিক (হেলথ প্রোগ্রাম) পদে ২০ জন।
- মেডিকেল অফিসার-চুক্তি ভিত্তিক (হেলথ প্রোগ্রাম) মহিলা পদে ২০ জন।
শক্তি ফাউন্ডেশন এর নিয়োগ বিজ্ঞপ্তি
শক্তি ফাউন্ডেশন এর নিয়োগ বিজ্ঞপ্তি |
Comments
Post a Comment