বাংলাদেশ সেনাবাহিনীতে আগামী ১৪ জানুয়ারি ২০১৮ হতে ১১ জুন ২০১৮ তারিখ পর্যন্ত নির্ধারিতে সেনানিবাসে সৈনিক পদে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সৈনিক পদে আবেদন করা যাবে এস এম এস এর মাধ্যম্যা। বাংলাদেশ সেনাবাহিনীর দেয়া সৈনিক পদের নিয়োগ বিজ্ঞতিতে দেয়া তথ্য মতে শুধু মাত্র সৈনিক পদে পুরুষ- ২,৭১,৫০০ জন ও মহিলা- ২,৬০০ জন এর আবেদন গ্রহণ করা হবে। তাই যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করতে ইচ্ছু তারা দ্রুত সময়ে আবেদন করার জন্য পরামর্শ দেয়া গেল।
আবেদন শুরু ০৮ ডিসেম্বর, ২০১৭ ইং হতে ০৬ জানুয়ারি, ২০১৮ ইং পর্যন্ত।
যোগ্যতা:
ক) সাধারণ ট্রেড (জিডি)- পুরুষ ও মহিলা।
১) বয়স। ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে ১৭ বছর এর কম এবং ২০ বছরের বেশি হবে না। (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
২) শিক্ষাগত যোগ্যতা। এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ। বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ মহিলা প্রার্থীগণকে অগ্রগণ্যতা দেয়া হবে।
খ) কারিগরি ট্রেড- পুরুষ।
১) বয়স। ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে ১৭ বছর এর কম এবং ২১ বছরের বেশি হবে না। কেবলমাত্র ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে ১৮ বছর এর কম এবং ২১ বছরের বেশি না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
২) শিক্ষাগত/কারিগরী যোগ্যতা।
ক) এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরী বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।
খ) এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ এবং কারিগরী শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য।
গ) চালক পেশার ক্ষেত্রে বিআরটিএ কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ড্রাইভিং কাম অটোমেকানিক্স কোর্স যোগ্য এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। (তবে টিটিটিআই হতে ড্রাইভিং প্রশিক্ষণের সনদপত্র প্রাপ্ত প্রার্থীগণ যোগ্য বলে বিবেচিত হবে)। এসএসসি/সমমান পরীক্ষায় যেকোনো বিভাগ হতে ন্যূনতম জিপিএ-৩.০০ প্রাপ্ত হতে হবে।
গ) শারীরিক মান- পুরুষ ও মহিলা
উচ্চতা (ন্যূনতম): পুরুষ- [১.৬৮ মিটার (৫ফুট ৬ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) । মহিলা-[১.৬০ মিটার (৫ফুট ৩ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৫৬ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)
ওজন (ন্যূনতম) পুরুষ-৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)। মহিলা-৪৭ কেজি (১০৪ পাউন্ড)।
বুক (ন্যূনতম) পুরুষ- স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) স্ফীত .০.৮১ মিটার (৩২ ইঞ্চি)। মহিলা- স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি) স্ফীত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)
ওজন (ন্যূনতম) পুরুষ-৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)। মহিলা-৪৭ কেজি (১০৪ পাউন্ড)।
বুক (ন্যূনতম) পুরুষ- স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) স্ফীত .০.৮১ মিটার (৩২ ইঞ্চি)। মহিলা- স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি) স্ফীত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)
ঘ) স্বাস্থ্য পরীক্ষাঃ স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ।
ঙ) অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)
চ) সাঁতার জানা অত্যাবশ্যক।
২। ভর্তির সময় নিম্নেবর্ণিত সনদ/ছবি/লেখার সামগ্রী অবশ্যই আনতে হবে।
ক) শিক্ষাগত যোগ্যতার মূল সনদ/ACADEMIC TRANSCRIPT (মার্ক শীট)। ফটোকপি হলে সত্যাতিয় হতে হবে।
খ) সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসা পত্র।
গ) অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
ঘ) এসএসসি/এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র (ADMIT CARD)।
ঙ) সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি।
চ) সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের কারিগরি দক্ষতার মূল সনদপত্র (কেবলমাত্র কারিগরি পেশায় আগ্রহী প্রার্থীদের জন্য)।
ছ) সদ্যতোলা পাসপোর্ট সাইজের (৫ সেমি * ৪ সেমি) ০৬ কপি এবং ষ্ট্যাম্প সাইজের (২.৫সেমি * ২ সেমি) ০২ কপি ছবি।
জ) সাঁতার পরীক্ষা দেয়ার জন্য প্রয়োজনীয় পোষাক।
ঝ) লিখিত পরীক্ষা দেয়ার জন্য প্রয়োজনীয় কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি।
খ) সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসা পত্র।
গ) অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
ঘ) এসএসসি/এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র (ADMIT CARD)।
ঙ) সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি।
চ) সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের কারিগরি দক্ষতার মূল সনদপত্র (কেবলমাত্র কারিগরি পেশায় আগ্রহী প্রার্থীদের জন্য)।
ছ) সদ্যতোলা পাসপোর্ট সাইজের (৫ সেমি * ৪ সেমি) ০৬ কপি এবং ষ্ট্যাম্প সাইজের (২.৫সেমি * ২ সেমি) ০২ কপি ছবি।
জ) সাঁতার পরীক্ষা দেয়ার জন্য প্রয়োজনীয় পোষাক।
ঝ) লিখিত পরীক্ষা দেয়ার জন্য প্রয়োজনীয় কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি।
বিস্তারিত জানতে ঘুরে আসুন https://joinbangladesharmy.army.mil.bd/
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি- ২০১৮ |
Comments
Post a Comment