স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি
পদ: ফিল্ড সুপারভাইজার ০২ জন, ফিল্ড ওয়ার্কার ৫০ জন, এইচআইভি কাউন্সিলর ০২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ। পদসংখ্যা ৫৪। |
আবেদন করার নিয়মাবলীঃ
১। অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এন্ড লাইন ডাইরেক্টর টিবি-এল এন্ড এএসপি, লেপ্রসী হাস্পাতাল কম্পাউন্ড, টিবি গেইট, মহাখালী, ঢাকা-১২১২ বরাবর লিখিত আবেদন এবং সম্পূর্ণ জীবন বৃত্তান্ত যাতে নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা (বিস্তারিত বর্তমান ও অতীত যদি থাকে) অন্তর্ভুক্ত থাকতে হবে।
২। মুক্তিযোদ্ধা ও তার সন্তান-সন্ততির জন্য বয়সের ক্ষেত্রে সরকারীবিধি প্রযোজ্য হবে।
৩। প্রার্থীর সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপ্ জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ এবং অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
৪। সম্পূর্ণ আবেদন (সকল সংযুক্তিসহ) ৩০-১১-২০১৭ ইং তারিখের মধ্যে স্ক্যান করে ntpban.pm@gmail.com ই-মেইলে প্রেরণ করতে হবে।
৫। অসম্পূর্ণ আবেদনপত্র বা নির্ধারিত সময়সীমার পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৬। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার জন্য কোন রকম ভ্রমন ভাতা বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।
৭। বিজ্ঞপ্তি স্বাস্থ্য অধিদপ্তের ওয়েবসাইট www.dghs.gov.bd এ পাওয়া যাবে।
Comments
Post a Comment